আশিকুল ইসলাম : ঈদের আনন্দকে উদযাপন করতে কুলাউড়া সরকারি কলেজ থেকে বিভিন্ন সালে এইচএসসি পরিক্ষায় পাশ করে যাওয়া ব্যাচ ভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রণে কুলাউড়া সরকারি কলেজ মাঠে ১২ টি দলের অংশগ্রহণে ঈদের ২য় দিন থেকে শুরু হয়কেজিসি ক্রিকেট ফেস্টিভ্যাল ২০২৫ এতে চ্যাম্পিয়ন হয় কেজিসি র্যামপেইজ - ১৬ ব্যাচ এবং রানার্স আপ হয় গেম চেইঞ্জার - ২৩ ব্যাচ।
ঈদের চতুর্থ দিন ৩ এপ্রিল (বুধবার) বিকেলে কেজিসি ক্রিকেট ফেস্টিভ্যাল ২০২৫ এর ফাইনালে গেম চেইঞ্জার - ২৩ ব্যাচ টসে জিতে প্রথমে কেজিসি র্যামপেইজ - ১৬ ব্যাচ কে ব্যাটিংয়ে পাঠায়। প্রথমে ব্যাট করতে নেমে কেজিসি র্যামপেইজ - ১৬ নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৩১ রান সংগ্রহ করে৷ ১৩২ রানের জবাবে গেম চেইঞ্জার - ২৩ ব্যাচ ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান করতে সক্ষম হয়৷ এতে ২০ রানে জয় লাভ কেজিসি র্যামপেইজ- ১৬ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ম্যান অব দ্যা ফাইনাল ও টুর্নামেন্ট সেরা এবং টুর্নামেন্ট সেরা বলার হোন কেজিসি র্যামপেইজ - ১৬ এর আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ। টুর্নামেন্ট সেরা ব্যাটার হোন র্যামপেইজ - ১৬ এর ইসতিয়াক হিমেল।
কেজিসি ক্রিকেট ফেস্টিভ্যাল ২০২৫ এর ২০২৫ এর অংশগ্রহণকারী দলের মধ্যে রয়েছে, ডায়নামো - ০৪, কেজিসি - ১০ ওয়ারিয়র্স, স্মেশার্স - ১৩, ফেয়ারলেস - ১৪, টুয়েন্টি - ১৫, কেজিসি র্যামপেইজ - ১৬, বলস অফ ফায়ার - ১৮, দ্যা স্কোয়ার্ড ব্যাচ -১৯, টুয়েন্টি ব্লাস্টার - ২০, পাওয়ার হিটার্স - ২১, পাওয়ারফুল - ২২, গেম চেইঞ্জার - ২৩
খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য মাসুদ রানা'র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উপদেষ্টা তোফায়েল আহমেদ ডালিম, উদীয়মান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি কাওছার আহমেদ নিপার, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মুহিত বাবলু, কোয়াব কুলাউড়া অতিরিক্ত সাধারণ সম্পাদক কাওছার হোসেন বাবলু, প্রতিটি খেলার ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার দাতা নুরুল হুদা।
বক্তব্য পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলে দেন।