Header Ads Widget

আপডেট

কুলাউড়ায় ২০ বছরের পরিত্যক্ত পুকুর সংস্কারে প্রশাসনের উদ্যোগ

 


মৌলভীবাজারের কুলাউড়ায় ঐতিহ্যবাহী রবিরবাজারে অবস্থিত ৩৬ শতাংশ আয়তনের ২০ বছর ধরে পরিত্যক্ত পুকুর সংস্কারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।


মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে মাটি খননের মধ্য দিয়ে পরিত্যক্ত পুকুরটির খনন কাজ শুরু করা হয়।


পুকুর খনন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহি উদ্দিন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।


জানা গেছে, কুলাউড়ার ঐতিহ্যবাহী রবিরবাজারে অবস্থিত ৩৬ শতাংশ আয়তনের একটি সরকারি পুকুর ২০ বছর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল। লোকজন ময়লা-আবর্জনা ফেলায় পুকুরটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষকরে বাজারে আগুন লাগার ঘটনা ঘটলে পানির সঙ্কট দেখা দেয়। এ বিষয়ে জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কুলাউড়া উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে পুকুরটি খননের জন্য উদ্যোগ নেয়া হয়।


প্রতি বৃহস্পতিবার ওই বাজারে গরু-ছাগলের হাট বসে। এছাড়া মাছ, সবজি, ফলমূলসহ পুরো সপ্তাহজুড়ে কেনা-বেচা হয়। বাজারে থাকা সরকারি পুকুরটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন স্থানীয় পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলাকে একটি প্রকল্প গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পরে উপজেলা প্রশাসন থেকে তিন লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।