Header Ads Widget

আপডেট

কুলাউড়ায় চলছে কেজিসি ক্রিকেট ফেস্টিভ্যাল ২০২৫



ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে কুলাউড়া সরকারি কলেজ থেকে বিভিন্ন সালে এইচএসসি পরিক্ষায় পাশ করে যাওয়া ব্যাচ ভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রণে কুলাউড়া সরকারি কলেজ মাঠে ১২ টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে কেজিসি ক্রিকেট ফেস্টিভ্যাল ২০২৫

অংশগ্রহণকারী দলের মধ্যে রয়েছে, ডায়নামো - ০৪, কেজিসি - ১০ ওয়ারিয়র্স, স্মেশার্স - ১৩, ফেয়ারলেস - ১৪, টুয়েন্টি - ১৫, কেজিসি রাম পেইজ - ১৬, বলস অফ ফায়ার - ১৮, দ্যা স্কোয়ার্ড ব্যাচ -১৯, টুয়েন্টি ব্লাস্টার - ২০, পাওয়ার হিটার্স - ২১, পাওয়ারফুল - ২২, গেম চেইঞ্জার - ২৩

ঈদের দ্বিতীয় দিন ১ এপ্রিল মঙ্গলবার সকালে লীগ পর্যায়ে শুরু হওয়া কেজিসি ক্রিকেট ফেস্টিভ্যাল এর উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বলস অফ ফায়ার ১৮ এবং টুয়েন্টি ১৫, টসে জিতে বলস অফ ফায়ার ১৮ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে। ৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৫ ওভারে ৮ উইকেট হাতে রেখে ৬১ রান করে জয়লাভ করে টুয়েন্টি ১৫

আগামীকাল ঈদের চতুর্থ ৩ এপ্রিল বৃহস্পতিবার এক দিনেই কেজিসি ক্রিকেট ফেস্টিভ্যাল ২০২৫ এর সেমি ফাইনাল ও ফাইনাল সম্পন্ন করে সমাপনী অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।