Header Ads Widget

আপডেট

কুলাউড়ায় দেড়শতাধিক ইয়াবাসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার


মৌলভীবাজারের কুলাউড়ায় থানাপুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কারাগারে প্রেরণ করে পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন কুখ্যাত মাদক ব্যবসায়ী হবিব, রাহেল মিয়া, রশিদ আহমদ লিটন ও সোহেল আহমদ।


থানা সূত্রে জানা যায়, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির হোসেন আমু, হাবিবুর রহমান, সুজন তালুকদার ও এএসআই আরিফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১৮০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।


ওসি মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।