মৌলভীবাজারের বিশিষ্ট সাংবাদিক মিন্টু দেশয়োরার বাড়ি থেকে দুটি ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা গভীর রাতে তার বাড়ির গোয়ালঘরের তালা ভেঙ্গে গরুগুলো চুরি করে নিয়ে যায়। এদিকে গণেশ গোয়ালা বলেন ওই রাতে একই এলাকা থেকে আরও ২ টি মোট ৪ গরু চুরি হয়।
জেলার কুলাউড়া উপজেলা শরীফপুর ইউনিয়নের চাতলাপুর বাগান এলাকার সাংবাদিক মিন্টু দেশয়োরার বাড়ি থেকে গতকাল (শুক্রবার) রাতে গরু চুরির এই ঘটনা ঘটে।
ইংরেজি নিউজপেপার ডেইলি স্টারের সাংবাদিক মিন্টু দেশয়োরা জানান, চুরি হওয়া দুটি ষাঁড় গরুই ছিল তার একমাত্র সম্পদ। যার মূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানা তিনি। গরু চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে থানায় জানালে, কুলাউড়া থানার ওসি মো: গোলাম আপছার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চোরদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছেন । তিনি আশ্বাস দিয়েছেন, যত দ্রুত সম্ভব গরুগুলো উদ্ধার করার চেষ্টা করা হবে।
স্থানীয় ইউপি সদস্য হারুন মিয়া বলেন, ও-ই এলাকায় গত একমাসে ২৫ টি গরু চুরির ঘটনা ঘটে।
এদিকে, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।