Header Ads Widget

আপডেট

কুলাউড়ায় ইটভাটা মালিককে অর্ধলক্ষ টাকা জরিমানা

 


মৌলভীবাজারের কুলাউড়ায় ফসলি জমি থেকে এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিতাস ব্রিক ফিল্ডের মালিককে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জনতাবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, সরকারি আইন অমান্য করে কৃষি জমি থেকে অবাধে মাটি কাটা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে জনতাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তিতাস ব্রিক ফিল্ডের মালিক আবজাল হোসেনকে ৫০হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে থানা পুলিশের সদস্যরা সহায়তা করে।