মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়েছে।
শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে পৌর শাখা জামায়াতের উদ্যোগে এ আয়োজন করা হয়।
পৌর জামায়াতের আমির রুহুল আমীন রইয়বের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
সংগঠনের সাধারণ সম্পাদক মনসুর আহমদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মোন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির খন্দকার আব্দুস ছোবহান, সাবেক উপজেলা আমির মাস্টার আব্দুল বারী, পৌর জামায়াতের সাবেক আমির রাজানুর রহমান ইফতেখার প্রমুখ।