Header Ads Widget

আপডেট

মৌলভীবাজার দুই (কুলাউড়া) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মুহাম্মদ শাহেদ আলী'র নাম ঘোষণা



মৌলভীবাজারের চারটি আসনেই সংসদ নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে অঞ্চল বৈঠকে সিলেট বিভাগের চারটি জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।মৌলভীবাজার জেলার চারটি আসনে জামায়াতের মনোনীত চূড়ান্ত প্রার্থীরা হলেন, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মাওলানা আমিনুল ইসলাম। জেলা মজলিসের সূরা ও কর্ম পরিষদ সদস্য। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বর্তমান জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর- রাজনগর) আসনে সাবেক জেলা আমীর আব্দুল মান্নান।মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এডভোকেট আব্দুর রব। এসিস্ট্যান্ট সেক্রেটারী সিলেট মহানগর

জামায়াত এর জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেও জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রাত ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেট বিভাগের সর্বস্তরের দাযিত্বশীলদের নিয়ে আয়োজিক অনলাইন সমাবেশে সিলেট বিভাগের ১৯ টি আসনের প্রার্থী ঘোষণা করেন বলে জানান তিনি। প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানানো হচ্ছে। জামায়াতের কেন্দ্র থেকে এসব আসনে প্রার্থীদের কাজ করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানাগেছে।