অভিন্ন মানদণ্ডের আলোকে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার সুজন তালুকদার। জানুয়ারি মাসে জেলার মধ্যে সর্বোচ্চ আসামি গ্রেপ্তার করায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম)।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান প্রমুখ।
এক প্রতিক্রিয়ায় এসআই সুজন তালুকদার বলেন, এ স্বীকৃতি আরও দায়িত্ব পালনে তরান্বিত করবে। থানার সকলের অকুণ্ঠ সহযোগিতা ছিলো বলেই শ্রেষ্ঠ হয়েছি। এ অর্জনের জন্য পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) ও কুলাউড়া থানার ওসির প্রতি কৃতজ্ঞ।