শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)’র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের সেলিম আহমেদ। তিনি প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।বুধবার (৮ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা সিনিয়র শিক্ষা সাংবাদিক আজিজুল পারভেজ। এসময় সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আকতারুজ্জামান। আর সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের সেলিম আহমেদ।
সেলিম ইরাব ছাড়াও ঢাকায় কর্মরত সিলেটি সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সেলিমের গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।মফস্বল থেকে সাংবাদিকতা পেশায় বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন।